15974

05/14/2025 ঈদের ছুটি বাড়ছে এক দিন

ঈদের ছুটি বাড়ছে এক দিন

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল ২০২৩ ২২:৪৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি এক দিন বাড়ানো হচ্ছে। মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও প্রজ্ঞাপণ এখনো জারি করা হয়নি।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বাড়তি এক দিনের ছুটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, সুখবর হলো, ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন স্মুথ (মসৃণ) হয়।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।

সে অনুযায়ী ২১, ২২ ও ২৩ এপ্রিল অর্থাৎ শুক্র, শনি ও রবিবার ঈদের ছুটি থাকবে। তার আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি আছে। মাঝে ২০ তারিখ কর্মদিবস। এদিন ছুটি ঘোষণা করায় এখন ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত টানা ৫ দিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।

রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি আরও এক দিন বাড়বে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]