16279

05/12/2025 পদ্মায় ধরা পড়েছে ৩২ কেজির বাগাড় মাছ

পদ্মায় ধরা পড়েছে ৩২ কেজির বাগাড় মাছ

রাজবাড়ী থেকে

২৫ এপ্রিল ২০২৩ ২০:৪২

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ৩২ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। সোমবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে স্থানীয় জেলে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জয়নাল হালদার জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে মাছ ধরতে যান। রাতে কোনো মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। ভোররাতের দিকে জাল টেনে তুলতেই দেখতে পান বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে।

তিনি বলেন, পরে মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়ার রওশন মোল্লার আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে কিনে নেন। ঈদের পরে মাছটি পেয়ে আমাদের অনেক ভালো লাগছে।

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে রওশন মোল্লার আড়ত থেকে ৩২ কেজি ওজনের বাগাড় মাছটি উন্মক্ত নিলামে ১৩শ’ টাকা কেজি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় কিনে নেই। পরে মাছটি আমার আড়তে এনে বিক্রি করার জন্য বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভ হলে বিক্রি করে দিব। অনেক দিন পর বড় একটি বাগাড় মাছ কিনে ভালোই লাগছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]