16287

04/29/2025 ১৪০ দিন পর কারামুক্ত রিজভী

১৪০ দিন পর কারামুক্ত রিজভী

আদালত প্রতিবেদক

২৫ এপ্রিল ২০২৩ ২৩:৩৩

১৪০ দিন কারাভোগের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তিনি।

তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, রিজভীর বিরুদ্ধে ৫০টি মামলা ছিল। সব মামলায় আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। কারাগারে জামিননামা পৌঁছানোর পর আজ বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছেন।

গত বছরের ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ হয়। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ। অভিযান চলাকালে সেখান থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই কারাগারে আটক ছিলেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]