16474

05/14/2025 মেঘালয়ে গণপিটুনিতে প্রাণ গেল বাংলাদেশির

মেঘালয়ে গণপিটুনিতে প্রাণ গেল বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক

৩ মে ২০২৩ ১৮:৫২

ভারতের মেঘালয়ে গণপিটুনিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মেঘালয়ের গারো পাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের নাম মনিরুল হোসেন। এই সময়ের দাবি, মনিরুল মাদক কিনতে অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই এলাকায় সীমান্ত পার হয়ে অন্তত তিনজনকে ভারতের মাটিতে ঢুকতে দেখেছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ানরা। কিন্তু রাতের অন্ধকারে তারা কোথায় লুকিয়ে পড়ে তা আর খুঁজে পাননি জওয়ানরা।

বলা হচ্ছে, রোববার রাতে প্রবেশ করার পরে মনিরুল হোসেন চলে যান পুরাখাসিয়া। সেখানেই স্থানীয়রা তাকে বেধড়ক মারধর করে। পশ্চিম গারো পাহাড় জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, মারধর করার ঘটনার বিষয়টি তারা অনেক পরে জানতে পারেন। ঘটনা জানার পরেই ঘটনাস্থলে যায় পুলিশ।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, তাকে আমরা কোন রকমে ওই এলাকা থেকে উদ্ধার করি। তাকে থানাতেও নিয়ে আসা হয়। মাথাসহ শরীরের বিভিন্ন অংশে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল। সোমবার রাতেই তাকে পাঠানো হয় টুরা সিভিল হাসপাতালে। মঙ্গলবার ওই হাসপাতালেই মৃত্যু হয় মনিরুল হোসেনের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]