ঢাকা ওয়াসার আওতাধীন বস্তি এলাকায় নিম্ন আয়ের পরিবারের জন্য পানি সরবরাহ ও পানি সংযোগ সেবা সহজতর করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
সোমবার (৮ মে) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর এ বিষয়ে অফিস আদেশ জারি করে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
শারমিন হক আমীর জানিয়েছেন, একটি গতিশীল প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন স্বচ্ছতা, দায়বদ্ধতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরনকল্পে সরকারি দপ্তর, সংস্থাসমূহে বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনার চুক্তি পদ্ধতি চালু রয়েছে। সরকারি সেবা নাগরিকের দোরগোড়ায় কম সময়ে, কম খরচে এবং ভোগান্তিবিহীণভাবে পৌঁছে দেওয়ার নিমিত্তে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী পরিকল্পনা সেবা সহজীকরণ ও ডিজিটাইজেশনের নির্দেশনা আছে।
তিনি আরও জানান, সে কারণে ঢাকা ওয়াসার সিটিজেন চার্টারভূক্ত নাগরিক সেবা, বস্তি এলাকার পানি সরবরাহ, নিম্ন আয়ের পরিবারের জন্য পানির সংযোগ সেবা সহজীকরনের প্রসেস ম্যাপ ও টিসিভি অ্যানালাইসিস করে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।