17073

05/14/2025 আদাবরে ৮তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

আদাবরে ৮তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

২৮ মে ২০২৩ ২১:০০

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে আটতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৮ মে) দুপুরে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুপুর ১টা ৩৩ মিনিটে আদাবরের ৮তলা ভবনের বেজমেন্টে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ভবনের দ্বিতীয় তলা থেকে তিনজনকে (দু’জন নারী ও একজন পুরুষ) নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এর আগে দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের ৭১২/১৭ বাসাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]