17177

05/03/2025 হেলেন হতে চান নোরা

হেলেন হতে চান নোরা

বিনোদন ডেস্ক

১ জুন ২০২৩ ১৬:০৯

নাচ দিয়ে ভক্তের মন জয় করেছেন। মঞ্চে তার পারফরম্যান্স অনবদ্য। আইটেম সং-এর জন্য পরিচালকদেরও প্রথম পছন্দ তিনিই।

গত কয়েক বছরে বলিউডে নিজেকে এভাবে প্রতিষ্ঠা করেছেন নোরা ফাতেহি। এ বার তার নিজের স্বপ্নপূরণের পালা। হেলেনের জীবনীচিত্রে নাম ভূমিকায় অভিনয় করতে চান নোরা, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান তিনি।

ষাট আর সত্তরের দশকে বলিউডে আইটেম গানে নিজেকে অদ্বিতীয় করে তুলেছিলেন হেলেন। হেলেনের একাধিক গানের রিমেকে নাচ করে ইতিমধ্যেই নজর কেড়েছেন নোরা। এ বার হেলেনের জীবনীচিত্রে তাঁর চরিত্রে অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করলেন বলিউড অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হেলেনের জীবনীচিত্র নিয়ে নোরাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ওর নাচের ভিডিওগুলো নিয়ে চর্চা করেছি। ওর শরীরী ভঙ্গি, অভিব্যক্তি— সব কিছু ভাল ভাবে লক্ষ্য করে রপ্ত করার চেষ্টা করেছি। আমাকে নিজের মধ্যে কমনীয়তা আনতে হয়েছে, পাশাপাশি অভিব্যক্তিতে লাস্য ধরে রাখতে হয়েছে।

হেলেনের গানের নাচ করার সুযোগ পেয়েই ভীষণ উৎসাহিত নোরা। হেলেনের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করতে পারা তাঁর জন্য অত্যন্ত সম্মানের বলেই জানান অভিনেত্রী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]