17477

05/03/2025 গরমে উত্তাপ ছড়ালেন সেই ‘পাখি’

গরমে উত্তাপ ছড়ালেন সেই ‘পাখি’

বিনোদন ডেস্ক

১১ জুন ২০২৩ ০১:১৭

বাহিরের গরমের সঙ্গে পাল্লা দিয়েই নেট দুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। যিনি বাঙালিদের কাছে ‘বোঝে না সে বোঝে না’ নাটকের ‘পাখি’ নামেই বেশি পরিচিত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের উষ্ণ কিছু ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। যেখানে তাকে টপ পরে থাকতে দেখা গেছে। কাজল চোখে, এলোমেলো চুলের গভীর চাহনিতে ভক্তদের অবস্থা যেন নাজেহাল।

‘ডার্ক ফ্যান্টাসি’ ক্যাপশন দিয়ে ছবি দু’টি আপলোড করেছেন মধুমিতা। তাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন সুমন গাঙ্গুলী। চুলসজ্জার দায়িত্বে ছিলেন কুশাল। আর ছবিগুলি তুলেছেন অভি নস্কর।

মধুমিতার সেই ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের বিভিন্ন মন্তব্য চোখে পড়েছে। যেখানে এই অভিনেত্রীকে কেউ কেউ ‘বাংলার দিশা পাটানি’ বলে মন্তব্য করেছেন। নেটিজেনদের একাংশ মজা করেই বলেছেন, ‘গরমে উত্তাপ বাড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।’

এদিকে, চলতি বছরে ‘দিলখুশ’ ছবিতে দেখা গিয়েছে মধুমিতাকে। ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মের ‘জাতিস্মর’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে। এরপর ‘চিনি ২’ সিনেমার শুটিং সেরেছেন অভিনেত্রী। আগামীতে ‘যত কাণ্ড কলকাতা’য় দেখা যেতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]