17526

05/03/2025 শুটিং অবসরে ছবি আঁকলেন ভাবনা

শুটিং অবসরে ছবি আঁকলেন ভাবনা

বিনোদন ডেস্ক

১২ জুন ২০২৩ ১৭:২১

অভিনয়ের পাশাপাশি চিত্রকর্মের শখ রয়েছে জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। ব্যস্ত আছেন নতুন চলচ্চিত্রের কাজে। এর ফাঁকেই সেরে ফেললেন নতুন চিত্রাঙ্কন। জানান, ক্রিয়েটিভ কাজে নিজেকে ব্যস্ত রাখতেই এগুলো করেন তিনি।

নাট্য পরিচালক রায়হান খান পরিচালিত প্রথম সিনেমা ‘এক্সকিউজ মি’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ভাবনা। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। ছবিতে পায়েল চরিত্রে দেখা যাবে ভাবনাকে।

চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ‘এখন শুধু এতটুকুই বলতে পারি, আমার অভিনীত অন্য সিনেমার থেকে চরিত্রটি আলাদা হবে। নতুন আমাকে খুঁজে পাবেন দর্শক। যদিও আমার অভিনীত সিনেমার চরিত্রগুলো একটার সঙ্গে অন্যটার মিল নেই।’

শুধু ছবির কাজেই নিজেকে ব্যস্ত রাখেননি ভাবনা। এরমাঝে এঁকে ফেলেছেন দুটি ছবিও। তার কথায়, ‘এই সিনেমার শুটিংয়ের মাঝেও বাসায় ফিরে ২টি ছবি এঁকেছি। নিজেকে ব্যস্ত রাখতেই ক্রিয়েটিভ কাজগুলো করি।’

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে ভাবনা অভিনীত ২টি সিনেমা। এরমধ্যে একটি হলো, হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ এবং অন্যটি শুদ্ধমান চৈতন্যর ‘দামপাড়া’।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]