17535

05/02/2025 দুর্ঘটনায় ব়্যাম্পে প্রাণ গেল ২৪ বছরের মডেলের

দুর্ঘটনায় ব়্যাম্পে প্রাণ গেল ২৪ বছরের মডেলের

বিনোদন ডেস্ক

১২ জুন ২০২৩ ১৯:৩৮

ফ্যাশন শো চলাকালীন ব়্যাম্পেই মারা গেলেন ২৪ বছরের ভারতীয় মডেল বংশিকা চোপড়া। রবিবার (১১ জুন) ভারতের উত্তরপ্রদেশের নয়ডা ফিল্ম সিটি এলাকার লক্ষ্মী স্টুডিওতে একটি ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল। সেখানেই ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে। যার জেরে অকালে প্রাণ হারান বংশিকা।

রিপোর্ট বলছে, এদিন শো চলাকালীন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি লাইটিং ট্রাস ভেঙে পড়ে। সেই সময় ওই কাঠামোর ঠিক নিচে হাঁটছিলেন তরুণী মডেল। ঘটনার জেরে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ সময় বংশিকার পাশে দাঁড়িয়ে ছিলেন ববি রাজ নামের এক যুবক। আঘাত পান তিনিও। এদিন বংশিকা এবং ববিকে কৈলাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গ্রেপ্তার করা হয় চারজনকে। পরীক্ষার পর বংশিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। শেষ পাওয়া খবর অনুযায়ী, ববি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতোমধ্যেই শোয়ের আয়োজক এবং যারা ওই লাইটিং ট্রাস বসিয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নয়ডার ওই স্টুডিওতে লাইটিং ট্রাসটি স্টেজে পড়ে থাকার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। জানা গিয়েছে, বিশাল ওই কাঠামো আচমকাই ভেঙে পড়েছিল বংশিকার ওপর। প্রতিভাবান এ মডেলের মৃত্যুতে ফ্যাশন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]