1767

04/26/2025 করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিইউতে

করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩১

করোনাভাইরাসে আক্রান্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে তাঁকে ভর্তি করা হয়।

গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এত দিন তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অ্যাটর্নি জেনারেলের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এ তথ্য নিশ্চিত করেন তাঁর চেম্বারের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ মিয়া।

অ্যাটর্নি জেনারেল সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]