178

04/24/2025 বলিউড অভিনেত্রী নিম্মি আর নেই

বলিউড অভিনেত্রী নিম্মি আর নেই

বিনোদন ডেস্ক

২৭ মার্চ ২০২০ ২০:৩৪

মারা গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নিম্মি (৮৮)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। এছাড়া শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই তারকা। বুধবার (২৫ মার্চ) মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পঞ্চাশ ও ষাটের দশকে বলিউডে চুটিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী। পেয়েছেন জনপ্রিয়তা। রাজ কাপুর ও দিলীপ কুমারের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তিনি। তার প্রথম ছবি ছিল ‘বারসাত’। ছবিতে পাহাড়ি মেয়ের ভূমিকায় অভিনয় করেন তিনি। নিম্মি অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- ‘আন’ (১৯৫২), ‘দাগ’ (১৯৫২), ‘অমর’ (১৯৫৪), ‘উড়ান খাটোলা’ (১৯৫৫), ‘বসন্ত বাহার’ (১৯৫৬), ‘মেরে মেহবুব’ (১৯৬৩) প্রভৃতি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঋষি কাপুরসহ বলিউডের বেশিরভাগ তারকা। ১৯৩৩ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের উত্তর প্রদেশ অঙ্গরাজ্যের আগ্রাতে নিম্মির জন্ম হয়। তার প্রকৃত নাম নবাব বানু। নিম্মি নামটি রেখেছিলেন রাজ কাপুর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]