17914

05/12/2025 নারায়ণগঞ্জে কাঁচা মরিচের কেজি ১০০ টাকা, কিনতে ভিড়

নারায়ণগঞ্জে কাঁচা মরিচের কেজি ১০০ টাকা, কিনতে ভিড়

নারায়ণগঞ্জ থেকে

৩ জুলাই ২০২৩ ২৩:৩৭

নারায়ণগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কমেছে কাঁচা মরিচের দাম। ২৫০ টাকার মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। ফলে কম দামে মরিচ কিনতে দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সোমবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের বৃহত্তর দিগু বাবুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্যাবের প্রতিনিধি হিসেবে বিল্লাল হোসেন রবিনসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারত থেকে আমদানি করার পরও বাজারে মরিচের দাম না কমায় মরিচের দামে ভোক্তাদের নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। শহরের বৃহত্তর পাইকারি ও খুচরা কাঁচা বাজার হিসেবে পরিচিত দিগু বাবুর বাজারে মরিচ বিক্রি হচ্ছিল ২৫০-৩০০ টাকা কেজি দরে।

কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা মরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি শুরু করেন। এ সময় বাজারে উপস্থিত ভোক্তারা কম দামে মরিচ কিনতে মরিচের দোকানে ভিড় করেন।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, সম্প্রতি বন্যাসহ নানা অযুহাতে কাঁচা মরিচের দাম আকাশচুম্বি হয়ে পড়ে। এতে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হওয়ায় আজকে অভিযান পরিচালনা করা হয়েছে।

এর আগে বাজারের অসাধু ব্যবসায়ীরা মরিচের মান ভেদে ২৫০-৩০০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন। আমাদের উপস্থিতিতে সেই মরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছে।

ক্রেতাদের অহেতুক নানা অযুহাত দেখিয়ে হয়রানি না করার জন্য বাজারের ব্যবসায়ীদের হুঁশিয়ার করা হয়েছে। বাজারের অস্থিতিশীল পরিস্থিতি রুখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]