18056

05/02/2025 আমি বিজ্ঞানী হইনি, এটা বিশ্বের ক্ষতি: অঙ্কুশ

আমি বিজ্ঞানী হইনি, এটা বিশ্বের ক্ষতি: অঙ্কুশ

বিনোদন ডেস্ক

১০ জুলাই ২০২৩ ১৭:০০

টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। অভিনয়ের পাশাপাশি তার হিউমার সেন্স যে বেশ পোক্ত তা যেন আবারও প্রমাণ করলেন। আইসল্যান্ডে বরফ জলে নৌকায় করে ভাসছেন তিনি।

সঙ্গী অবশ্যই বিশেষ মানুষ ঐন্দ্রিলা সেন। কিন্তু অঙ্কুশ এই চরম ঠাণ্ডায়ও নিজের ইচ্ছের কথা প্রকাশ করতে ভুললেন না।

এর আগেও একবার তার পেশা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা আলোচনা হয়। তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, সঙ্গেই বলিউড অফার নিয়ে তখন নানা শোরগোল। কিন্তু এবার নিজের আরেক ইচ্ছের কথা প্রকাশ করেছেন তিনি। গ্লেসিয়ার ভাসছে, ঠাণ্ডা জলে অঙ্কুশ নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন।

চূড়ান্ত ঠাণ্ডায় তখন তার মন এবং মস্তিষ্ক একটাই কথা বলছে, এই জলে পড়লে শেষ। তাও হাত বাড়িয়ে তুলে নিলেন এক টুকরো স্বচ্ছ বরফ। তারপর তাকে বলতে শোনা গেল, তিনি নাকি এটিকে বাড়িতে নিয়ে এসে গবেষণা করবেন।

সামাজিকমাধ্যমে শেয়ার করা ভিডিওটিতে বেশ উৎফুল্ল মেজাজে দেখা যাচ্ছে তাকে। কিন্তু তার যে জীবনের এক অভিনব ইচ্ছে ছিল সেটা আজ পর্যন্ত কারোর জানার কথা নয়। ভিডিওর ক্যাপশনে তিনি লিখলেন, ‘আমার সবসময় বিজ্ঞানী হওয়ার খুব ইচ্ছে ছিল। সবাই সাপোর্ট করলেও আমার মার্কশিট আমায় সাহায্য করেনি। এটা আমার ক্ষতি না, দুনিয়ার ক্ষতি!’

অঙ্কুশের এরকম মন্তব্যে হেসে কুটোকুটি তার ভক্তরা। তিনি যে মজার মানুষ একথা সকলেই জানেন। এদিকে ঐন্দ্রিলা প্রকাশ্যে অঙ্কুশের বিরুদ্ধে চুরির অভিযোগ তুললেন। বললেন, ‘তুমি বরফ চোর! এখান থেকে বরফ চুরি করেছ?’ এই প্রেমিক যুগলের রবিবারের ছুটির মেজাজ মুগ্ধ করেছে নেটাগরিকদের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]