18131

05/11/2025 ২৫ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

২৫ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

যশোর থেকে

১২ জুলাই ২০২৩ ২২:৫৯

মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি। বুধবার (১২ জুলাই) সকালে যশোর ঝুমঝুম ৪৯ বিজিবি ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসান জামিল জানান, বিগত ২০১৭ সাল থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত যশোর সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫ হাজার ৫ বোতল ফেনসিডিল, বিভিন্ন প্রকার ৫ হাজার ৫১৩ বোতল মদ, ১ হাজার ৭০৩ কেজি গাঁজা, ৭ হাজার ৯৮২ কেজি হিরোইন, ২১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯ হাজার ৫০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, বিভিন্ন প্রকার ৩ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট, সিরাপ ১টি এবং এক পাউন্ড সাপের বিষ আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। আটককৃত মাদকদ্রব্যসমূহ বুধবার যশোর ৪৯ বিজিবির কার্যালয়ে ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২৫ কোটি টাকা।

প্রধান অতিথির বক্তব্যে বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ বলেন, যুব সমাজ ধ্বংসের পেছনে দায়ী মাদক বা নেশা জাতীয় দ্রব্য। আমাদের সমাজ, দেশ থেকে এ সকল মাদকদ্রব্য দূর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি।

বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের প্রধান দায়িত্ব সীমান্ত পাহারার পাশাপাশি আমরা মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছি। যার প্রতিফলন হিসেবে আজকে আমরা গত ছয় বছরে যশোর সীমান্ত থেকে মালিকবীহীন আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করলাম।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের উপ-পরিচালক আসলাম হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]