18181

05/01/2025 তামান্নাকে পাগলের মতো ভালোবাসি, বললেন বিজয়

তামান্নাকে পাগলের মতো ভালোবাসি, বললেন বিজয়

বিনোদন ডেস্ক

১৫ জুলাই ২০২৩ ২২:৪২

অনেকদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। প্রথমে সম্পর্কের বিষয়ে তারা কিছু স্বীকার না করলেও সম্প্রতি একে অন্যকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। যেখানে তাদের ভালোবাসার বিষয়টি স্পষ্ট ফুটে উঠেছে।

কিছুদিন আগে তামান্না বিজয়কে তার ভালো থাকার ঠিকানা বলে জানান। এবার বিজয় জানালেন, তামান্না কেবল তার ভালো থাকা নন। তিনি অভিনেত্রীকে পাগলের মতো ভালোবাসেন।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় বলেন, ‘আশা করছি এটা এখন বেশ স্পষ্ট যে আমরা সত্যিই প্রেম করছি। আমি ভীষণ খুশি ওর সঙ্গে। প্রচণ্ড ভালোবাসি ওকে। আমি আমার ভিলেন যুগ শেষ করে এখন রোম্যান্সের যুগে ঢুকে পড়েছি।’

এর আগে তামান্না বলেছিলেন, ‘আমি তো অনেকের সঙ্গেই কাজ করেছি, সবার প্রেমে তো পড়িনি। প্রেমে পড়া অনেক ব্যক্তিগত একটা অনুভূতি। ও এমন একজন মানুষ যার মতো প্রেমিক আমি সবসময় চেয়েছি।’

লাস্ট স্টোরিজ ২-তে একসঙ্গে কাজ করেছেন বিজয় ও তামান্না। সেখান থেকেই তাদের সম্পর্কের গভীরতা শুরু। নেটফ্লিক্সে সদ্যই মুক্তি পেয়েছে এই সিরিজ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]