18191

05/11/2025 অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

কক্সবাজার থেকে

১৬ জুলাই ২০২৩ ১৬:২৬

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তসলিমা আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) রাত ১০টা ৫০ মিনিটে কলাতলী আদর্শ গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তসলিমা কলাতলী আদর্শ গ্রাম এলাকার হেলাল উদ্দিনের মেয়ে ও কক্সবাজার উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহতের স্বজনদের বরাতে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা বলেন, প্রাইভেট শেষে বাড়ির ফেরার পথে কলাতলী সড়ক বিভাগের রেস্টহাউস এলাকায় কক্সবাজার শহরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে পাশের দেওয়ালে গিয়ে পড়েন তসলিমা। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনার সময় উপস্থিত জনতা ধাওয়া করে ঘাতক চালককে আটক করে আমাদের হাতে তুলে দেন। এছাড়া অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]