18477

04/28/2025 টানা ৪ কর্মদিবস পুঁজিবাজারে দরপতন

টানা ৪ কর্মদিবস পুঁজিবাজারে দরপতন

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই ২০২৩ ২৩:০৬

শেয়ার বিক্রির চাপে সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৫ জুলাই) দেশে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি দাম বাড়ার বিপরীতে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা চার কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হলো। তবে তার আগে গত বুধবার পুঁজিবাজারে উত্থান হয়েছিল।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩৫৮টি প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৬৫ লাখ ৭৬ হাজার ৯৫৭টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৯৫ লাখ ২৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৩ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

এদিন দাম বেড়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১২১টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮৮টির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩১ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬২ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল ফু ওয়াং ফুডের শেয়ার। তৃতীয় স্থানে রয়েছে আরডি ফুডের শেয়ার। পরের তালিকায় রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড, লিগ্যাসি ফুটওয়্যার, বিএনও লুব-রেফ, এশিয়া ইন্স্যুরেন্স ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১২ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৯ পয়েন্টে।এদিন সিএসইতে ১৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ৭৬টির দাম।

দিন শেষে সিএসইতে ১০ কোটি ২৫ লাখ ৫ হাজার ৬৭২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮ কোটি ৬৭ লাখ ২ হাজার ৮৯ টাকার শেয়ার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]