18499

05/01/2025 ‘রকি অউর রানি’লাল গালিচায় মেজাজ হারালেন জয়া বচ্চন

‘রকি অউর রানি’লাল গালিচায় মেজাজ হারালেন জয়া বচ্চন

বিনোদন ডেস্ক

২৬ জুলাই ২০২৩ ১৯:২৭

বলিউড অভিনেত্রী জয়া বচ্চন যে খুব সহজেই রেগে যান সে কথা কার না জানা। নিজের সিনেমার প্রিমিয়ারেও তার ব্যতিক্রম হলো না। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার লাল গালিচায় চিত্রগ্রাহকদের ওপরে চটে গেলেন জয়া।

চলতি সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। মঙ্গলবার সিনেমার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন জয়াও। লাল পোশাকে সেজে লাল গালিচায় উপস্থিত হয়েছিলেন অমিতাভ-জায়া। সেখানেই ভিড় জমিয়েছিলেন ফটোগ্রাফাররা।

বারবার ছবি তোলার অনুরোধ আসতে মেজাজ হারান জয়া। ঝাঁঝিয়ে তিনি বলে ওঠেন, আস্তে! আমি কানে শুনতে পাই, কালা নই। এর পরেও অবশ্য ছবি তোলার জন্য অপেক্ষা করেননি জয়া। মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ও অভিষেক বচ্চন এসে পড়া মাত্রই এগিয়ে যান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]