18605

05/01/2025 ছেলের বাবা হলেন জিয়াউল হক পলাশ

ছেলের বাবা হলেন জিয়াউল হক পলাশ

বিনোদন ডেস্ক

৩০ জুলাই ২০২৩ ২০:১৬

বাবা হলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে পুত্র ও স্ত্রী দুজনেই সুস্থ রয়েছেন বলে জানান এ অভিনেতা।

পলাশ বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টায় পুত্রসন্তানের বাবা হয়েছি। আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তার মা ভালো আছে। সবাই আমার পুত্রের জন্য দোয়া করবেন।’

গত বছরের আগস্টে নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেন পলাশ। তবে বিয়ের খবর প্রকাশ্যে আনেন ডিসেম্বরে। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা বিয়েটা করেছি কিন্তু গত বছরের আগস্টে। তবে সেটা প্রকাশ করেছি ডিসেম্বরে। সুতরাং, যারা ভাবছেন যে বছর না ঘুরতেই বাবা হয়েছি, তারা ভুল ভাবছেন।’

পলাশের স্ত্রী নাফিসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পাশাপাশি একটি প্রতিষ্ঠানেও কর্মরত আছেন। দুজন আগে থেকেই পরিচিত ছিলেন। তারপর ভালোবাসার নানা ধাপ পেরিয়ে বিয়ে পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন তারা।

পলাশকে সর্বশেষ দেখা গেছে গেলো ঈদুল আজহার দুটি নাটকে। এগুলো হলো ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’। দুটি কাজই ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় রয়েছে শীর্ষে। এই অভিনেতাকে তারকাখ্যাতি এনে দিয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্রটি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও ব্যস্ত পলাশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]