18717

05/01/2025 বাবার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে যা বললেন আরবাজ খান

বাবার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে যা বললেন আরবাজ খান

বিনোদন ডেস্ক

৬ আগস্ট ২০২৩ ০১:২৫

হেলেন তখন বলিউডের আইটেম গার্ল। যদিও ‘আইটেম’ শব্দে ঘোর আপত্তি তার। কিন্তু সে সময়েই বলিউড ভাইজান সালমান খানের বাবা সেলিম খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।

সেলিম ছিলেন তখন বিবাহিত। রয়েছে সন্তানও। যখন সেলিম ও হেলেন বিয়ে করার সিদ্ধান্ত নেন তখন আলোচনা কম হয়নি। কারণ স্বামীর দ্বিতীয় বিয়ের খবরেও সেলিমের স্ত্রী সালমা অর্থাৎ সালমান-আরবাজের মা সংসারে বিচ্ছেদ চাননি।

এমন অবস্থায় বাবার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কোন অবস্থায় পড়তে হয়েছিল সন্তানদের? সম্প্রতি এক সংবাদমাধ্যমে সে বিষয়েই মুখ খুলেছেন আরবাজ খান।

তার কথায়, যখন বাবা হেলেনকে বিয়ে করেন, তখন তিনি চাননি পরিবার ও সন্তানদের নতুন মা হিসেবে দায়িত্ব নেবেন হেলেন।

আরবাজের কথায়, ‘আমার বাবা হেলেন আন্টিকে আমাদের উপর চাপিয়ে দেননি। তিনি জানতেন, সন্তানরা তাদের মা’কেই চায়। হেলেন আন্টিও কখনোই বাবার থেকে আমাদের আলাদা করার চেষ্টা করেননি। তিনি খুশি ছিলেন এটা ভেবেই, জীবনে এমন কেউ আছেন যিনি তার পাশে থাকবেন।’

তবে আরবাজ-সালমানের মা সালমা খান? স্বামী আবার বিয়ে করেছেন, এই কঠিন সত্যি কি অনায়াসে মেনে নিতে পেরেছিলেন তিনি?

আরবাজ বললেন, ‘মায়ের জন্য ব্যাপারটা মোটেও সহজ ছিল না। কিন্তু তাও তিনি মেনে নিয়েছিলেন সবটাই। তখন আমরা ছোট। তাদের প্রত্যেকের ব্যক্তিগত লড়াইটা কাছ থেকে দেখেছি। কিন্তু এখন কেউই কাউকে ছাড়া থাকতে পারি না।’

সেলিম ও সালমার চার সন্তান রয়েছে। এরা হলেন সালমান খান, আরবাজ খান, সোহেল খান ও আলভিরা অগ্নিহোত্রী। অন্যদিকে হেলেন ও সেলিম নিঃসন্তান। যদিও সালমানদেরই নিজের সন্তানের মতোই ভালবাসেন হেলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]