18801

04/28/2025 আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের অবস্থান কর্মসূচি

আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের অবস্থান কর্মসূচি

আদালত প্রতিবেদক

৮ আগস্ট ২০২৩ ১৯:৩১

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে দেওয়া দণ্ডাদেশের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতি ভবনের নিচে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের নেতারা। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা এ রায়কে ফরমায়েশি রায় উল্লেখ করে তা বাতিলের দাবি জানান। এছাড়া তারেক-জোবায়দার বিরুদ্ধে চলমান সব মামলা মিথ্যা উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানান আইনজীবীরা।

এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সভাপতি মাসুদ আহম্মেদ তালুকদার, সম্পাদক ওমর ফারুক ফারুকী, ইউনাইটেড ল’ইয়ার্রস ফ্রন্টের আহ্বায়ক মহসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলীসহ শতাধিক আইনজীবী অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ২ আগস্ট ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৩ মাস সাজা ভোগ করতে হবে।

অপরদিকে জোবায়দা রহমানকে কারাদণ্ডের পাশাপাশি ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাকে আরও ১ মাস সাজা ভোগ করতে হবে। সেই সঙ্গে তারেক-জোবায়দা দম্পতির অপ্রদর্শিত সম্পদ হিসেবে ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]