18913

05/08/2025 চলন্ত ট্রেনে ছিনতাই করতে গিয়ে যুবকের মৃত্যু

চলন্ত ট্রেনে ছিনতাই করতে গিয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইল থেকে

১২ আগস্ট ২০২৩ ২১:৫৩

টাঙ্গাইলে চলন্ত ট্রেনে ছিনতাই করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আরিফ সিদ্দিকী (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে মির্জাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ সিদ্দিকী মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের কাইয়ুম সিদ্দিকীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত আরিফ সিদ্দিকী কয়েকজন মাদকসেবীর সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় বাসযাত্রী এবং রেলস্টেশন এলাকায় ট্রেনের যাত্রীদের মোবাইল ফোন ও মালামাল ছিনতাই করতেন। ভোরে সংঘবদ্ধ চক্রটি রংপুর এক্সপ্রেস ট্রেনে ছিনতাই করতে গেলে চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আরিফ সিদ্দিকীর মৃত্যু হয়।

মির্জাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল হাসান জানান, ঘটনাস্থল থেকে রেল পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। এ সময় একটি ছুরি ও মোবাইলের তিনটি কভার উদ্ধার করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]