18959

05/08/2025 কেমিক্যাল মিশিয়ে কাঁচা কলা পাকানোর দায়ে জরিমানা

কেমিক্যাল মিশিয়ে কাঁচা কলা পাকানোর দায়ে জরিমানা

চাঁদপুর থেকে

১৪ আগস্ট ২০২৩ ০১:২৪

চাঁদপুরে কেমিক্যাল মেশিয়ে কাঁচা কলা পাকানোর দায়ে এক আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর।

রোববার (১৩ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল শহরের চৌধুরী ঘাট এলাকায় কলার আড়ৎগুলোতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

নুর হোসেন রুবেল জানান, চাঁদপুর শহরের চৌধুরী ঘাটে অনেকগুলো কলার দোকান তদারকি করা হয়। অভিযানকালে ‌‘ভাই ভাই কলা আড়ত’ প্রতিষ্ঠানে কাঁচা কলা পাকাতে কেমিক্যাল (প্রোমোট-ইথিলিন) ব্যবহার করতে দেখা যায়।

বিষয়টি দেখে ফেললে দোকান মালিক তা লুকানোর চেষ্টা করেন। পরে হাতেনাতে ধরে ফেলায় দোকানি নিজের দোষ স্বীকার করেন। খাদ্যদ্রব্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ভাই ভাই কলা আড়তের মালিকের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]