18993

05/01/2025 বৃষ্টিতে শাড়িতে মোহময়ী পিয়া

বৃষ্টিতে শাড়িতে মোহময়ী পিয়া

বিনোদন ডেস্ক

১৫ আগস্ট ২০২৩ ০১:৪২

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। মিডিয়ায় কাজ করার পাশাপাশি আইনি পেশাতেও যুক্ত তিনি। সেখানেও ব্যস্ত থাকেন সমানতালে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিজের দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহুর্ত ভক্তদের সঙ্গে সেখানেই শেয়ার করেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পেজ ও প্রোফাইলে কালো শাড়িতে বৃষ্টিভেজা সড়কে ছাতা হাতে দাড়িয়ে থাকা অবস্থার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন পিয়া। যার ক্যাপশনে লিখেছেন, দয়ালু হন, নম্র হন এবং বৃষ্টি উপভোগ করুন।

ছবিগুলো ভক্তদের বেশ প্রশংসা কুড়িয়েছে। কালো শাড়িতে, বৃষ্টিময় রাতে এই অভিনেত্রীর থেকে নজর সরানোই যেন দায় ছিল।

পিয়ার ছবিতে অনেকেই বলেছেন- ‘নারী শাড়িতেই সুন্দর, তার উদাহরণ হতে পারে এই ছবি।’ কেউ কেউ আবার অভিনেত্রীর রূপের প্রশংসায় ব্যস্ত থেকেছেন।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে কাজ শুরু করেছেন পিয়া। গত বছর সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]