19103

05/01/2025 শাহরুখের পর এবার আসছেন সালমান খান

শাহরুখের পর এবার আসছেন সালমান খান

বিনোদন ডেস্ক

১৯ আগস্ট ২০২৩ ১৭:৪২

বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় এক বছরে ১০টি ভারতীয় ছবি মুক্তির অনুমতি দিয়েছিল। এই সিদ্ধান্তের পর বাংলাদেশে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিটি মুক্তি পায়। এবার আসছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। সম্প্রতি বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ছবিটি।

আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘সপ্তাহখানেক আগে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। কোনো কর্তন ছাড়াই আজ সেন্সর পেয়েছে ছবিটি। আগামী শুক্রবার, অর্থাৎ ২৫ আগস্ট এখানকার সিনেমা হলে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল থেকে হল বুকিং শুরু করব।’

এর আগে ‘পাঠান’ মুক্তি পেলেও বাংলাদেশের প্রেক্ষাগৃহে তেমন সাড়া ফেলতে পারেনি বলিউডের ব্লকবাস্টার এই সিনেমা। অন্যদিকে, সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি গত ঈদুল ফিতরে ভারতীয় বক্স অফিসেই তেমন সুবিধা করতে পারেনি। কোনোমতে টেনেটুনে ১০০ কোটি রুপির ব্যবসা করে। ছবিটি নিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে কেমন প্রত্যাশা করছে এটির আমদানিকারক প্রতিষ্ঠান, এমনটাই প্রশ্ন ছিল।

এ বিষয়ে কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘এর আগে শাহরুখের ছবির মাল্টিপ্লেক্সগুলোতে সাড়া বেশি ছিল। সালমানের ছবি নিয়ে আরও ভালো প্রত্যাশা আছে। কারণ, বাংলাদেশে সালমানের প্রচুর ভক্ত আছে। তাছাড়া ছবিটি ভারতে মুক্তির অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশে আনা গেলে আরও ভালো হতো।’

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি প্রযোজনা করেছে সালমানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মস (এসকেএফ)। এতে সালমানের বিপরীতে অভিনয় করেন পূজা হেগড়ে। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, জেসি গিল, পলক তিওয়ারি, রাঘব জুয়ালসহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেন ফরহাদ সামজি।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটির আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’ ছবিটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]