1914

04/25/2025 পড়াতে গিয়ে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

পড়াতে গিয়ে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

জেলা সংবাদদাতা, নারায়ণগঞ্জ

২৫ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা।

মামলার পর ধর্ষণের ঘটনায় প্রাইভেট শিক্ষক মাজহারুল ইসলাম রায়হানকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রায়হান সিদ্ধিরগঞ্জের কদমতলীর ইস্কান্দার আলীর ছেলে এবং ওই ছাত্রীর প্রাইভেট শিক্ষক।

পুলিশ জানায়, রায়হান প্রাইভেট পড়ানোর সুযোগে স্কুলছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়েন। ছাত্রীর বাবা-মা চাকরির কাজে বেশিরভাগ সময় বাসার বাইরে থাকেন। এ সুযোগে প্রাইভেট শিক্ষক গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ছাত্রীর বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি মা-বাবাকে জানায় স্কুলছাত্রী।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি মো. কামরুল ফারুক বলেন, প্রাইভেট পড়ানোর সুযোগে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত যুবক রায়হানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]