19157

05/01/2025 অন্যের বুকিং বাতিল করে নৌকা নিয়ে হাওরে ঘুরলেন মাহি

অন্যের বুকিং বাতিল করে নৌকা নিয়ে হাওরে ঘুরলেন মাহি

বিনোদন ডেস্ক

২১ আগস্ট ২০২৩ ০১:০৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানকার অভিজ্ঞতা জানিয়েই রোববার রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে দুইটি পোস্ট দিয়েছিলেন এই নায়িকা।

যেখানে মাহি জানান, ‘কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমরা হঠাৎ টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সিদ্ধান্ত নেই। কিন্তু হুট করে চাইলেই সেখানে বোট পাওয়া যায় না। ২০ তারিখের আগে কোনো বোট ফ্রি নেই। আমিও নাছোড়বান্দা, জামাইকে বলেছি ১৭ তারিখে আমাকে নিয়ে যেতেই হবে।

জামাই দিশা না পেয়ে ফোন করলেন সুনামগঞ্জের সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবনেতা ফজলে রাব্বী স্মরণ ভাইকে। তিনি অন্যজনের বুকিং বাতিল করিয়ে ১৭ তারিখে আমাদের জন্য বোট রেডি করে দিলেন । বুঝতে পারলাম সুনামগঞ্জে তার বিশাল প্রভাব। ধন্যবাদ ফজলে রাব্বী স্মরণ ভাই। আপনি ছাড়া এই ট্রিপ বাতিল হয়ে যেত।’

মাহির এই ইনস্টাগ্রাম পোস্টের পর থেকেই ভক্ত-অনুরাগীদের রোষানলে পড়েছেন তিনি। অনেকেরই মন্তব্য ক্ষমতার প্রভাব দেখিয়ে কাজটা মোটেও ঠিক করেননি ঢাকাই সিনেমার এই অভিনেত্রী।

আব্দুল্লাহ আল রায়হান নামের একজন লিখেছেন, ‘কি অদ্ভুত, ক্ষমতা দেখিয়ে অন্য জনের ট্রিপ ক্যান্সেল করে দিলেন।’ প্রশ্ন ছুঁড়ে দিয়ে আকাশ নামের এক অনুরাগীর মন্তব্য, ‘এটা কি ঠিক হলো? অন্যের বুকিং ক্যান্সেল করে,নিজে আনন্দ করবেন! অদ্ভুত এক পৈশাচিক চরিত্র আপনার।’

জয়া নামের একজন লিখেছেন, ‘বাহ! আরেক জনের বুকিং ক্যান্সেল করে ক্ষমতার দাপটে ট্রিপ! ওয়াও পাওয়ার।’ অনন্যা নামের একজনের মন্তব্য, ‘এ থেকে আমরা কি শিক্ষা পাই? ক্ষমতা থাকলেই অন্যের সুখ নষ্ট করা যায়।’

মাহির এই পোস্ট সম্পর্কে ঢাকাপোস্ট থেকে যোগাযোগ করা হয় এই নায়িকার সঙ্গে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। নায়িকার ভাষ্য, ‘সব বিষয় নিয়ে কথা বলতে চাই না।’

অন্যের বুকিং বাতিল করা কি সঠিক কোনো কাজ কি-না, সে প্রশ্নের জবাব না দিয়েই ফোনের লাইনটি কেটে দেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]