19714

05/01/2025 মেকআপ ছাড়া ছবি দিয়ে কটাক্ষের শিকার মধুমিতা

মেকআপ ছাড়া ছবি দিয়ে কটাক্ষের শিকার মধুমিতা

বিনোদন ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৮

কোনো দিন মধুমিতা সরকারের কোনো ছবি আলোচনায়, তো কোনোদিন তার অভিনয় নিয়ে বিতর্ক। মধুমিতা যেখানেই যান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করতে ভোলেন না।

কয়েক দিন আগেই মধুমিতা গিয়েছিলেন অরুণাচল প্রদেশে শুটিং করতে। সেখানকার বেশ কিছু ছবি তিনি পোস্ট করেই চলেছেন। এমনই একটি ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে বিস্তর সমালোচনার সম্মুখীন হতে হলো নায়িকাকে।

কাঠের বারান্দায় বসে রোদ পোহাচ্ছেন অভিনেত্রী। সোনালি রোদ এসে পড়েছে তার মুখে। বোঝা যাচ্ছে, মেকআপের লেশমাত্র নেই। ব্যস্‌, এই ছবি দেখতেই দর্শকের একাংশ ছেড়ে কথা বললেন না তাকে।

এক জন লিখেছেন, লিপস্টিক ছাড়া আপনার ঠোঁট তো বিভৎস আরেক জন লিখেছেন, মেকআপ ছাড়া আপনাকে তো চোখে দেখা যাচ্ছে না!

আবার কেউ লিখেছেন, মুখে রং মেখে মেখে আপনার আসল চেহারাই ঢাকা পড়ে গিয়েছে।

তবে এ সব নেতিবাচক মন্তব্যের কোনো উত্তর দেননি মধুমিতা। কোনো দিনই এই ধরনের মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন তিনি। শোনা যাচ্ছে, খুব শিগগিরই একটি হিন্দি ছবির শুটিং শুরু করবেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]