19763

04/27/2025 ভবিষ্যতে সব নোট প্লাস্টিকের হবে : শামসুল আলম

ভবিষ্যতে সব নোট প্লাস্টিকের হবে : শামসুল আলম

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৩ ০০:৪৪

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সরকার অধিক টাকা ছাপায় না। যতটুকু প্রয়োজন ততটুকুই ছাপায়। ভবিষ্যতে আমাদের টাকার নোটগুলো সব প্লাস্টিকের হবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, একদিন সব টাকা প্লাস্টিক নোট হবে। কাগজের টাকা দ্রুত নষ্ট হয়ে যায়। তাই ভবিষ্যতে কাগজের টাকার নোট বাদ দিয়ে প্লাস্টিকের নোট ব্যবহার করা হবে।

সরকার বেশি করে টাকা ছাপাচ্ছে এমন প্রশ্নের জবাবে ড. শামসুল আলম বলেন, অনেকে বলে সরকার অনেক টাকা ছাপায়। বাস্তবে সরকার অধিক টাকা ছাপায় না। যতটুকু প্রয়োজন হয় ততটুকুই ছাপায়। সরকার বাজারে বেশি টাকা ছাড়ে এমন কথাটাও সঠিক নয়।

মূল্যস্ফীতি প্রসঙ্গে শামসুল আলম বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকার বেশি ধার নিয়েছে। আমরা মূল্যস্ফীতির চক্রে পড়েছি। একবার মূল্যস্ফীতি বাড়লে আর কমে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]