19839

05/04/2025 বন্যায় মানুষ মরার খবর পড়তে গিয়ে হাসছেন সঞ্চালিকা

বন্যায় মানুষ মরার খবর পড়তে গিয়ে হাসছেন সঞ্চালিকা

আন্তর্জাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৭

বন্যার মতো খবর খুবই মর্মান্তিক একটি বিষয়। সেই খবর পাঠ করতে গিয়ে এক সঞ্চালিকা যা করেছেন, তা ভাবনার বাইরে।

ভারতের বিহারের বন্যার খবর পড়তে গিয়ে হঠাৎ করেই হেসে ফেলেন সঞ্চালিকা এবং তিনি কিছুতেই হাসি থামাতে পারেন না।

নিউজ ১৮-এর খবরে বলা হয়, সঞ্চালিকা বন্যার খবর পড়ার সময় হাসতে হাসতেই বলেন- আমাকে ক্ষমা করবেন। বলেই আবার খবরটি পড়তে থাকেন। কিন্তু, তার মধ্যেও মাঝে মধ্যেই হেসে উঠছেন তিনি। এই ভিডিও সামনে আসতেই শোরগোল শুরু হয়ে যায়।

সঞ্জয় ত্রিপাঠী নামের এক টুইটার ব্যবহারকারী প্রথম এই ভিডিওটি শেয়ার করেন। তারপরেই রীতিমতো ঝড় ওঠে এই ভিডিও নিয়ে। বহু মানুষ এই ভিডিও দেখেছেন ও শেয়ার করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]