19949

05/01/2025 প্রিয়াঙ্কার ভাসুরের সঙ্গে বিচ্ছেদের পর কার ঠোঁটে ঠোঁট সোফির

প্রিয়াঙ্কার ভাসুরের সঙ্গে বিচ্ছেদের পর কার ঠোঁটে ঠোঁট সোফির

বিনোদন ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৪

প্রিয়াঙ্কা চোপড়ার ভাসুর জো জোনাস ও তার স্ত্রী সোফি টার্নারকে বাইরে থেকে দেখে সুখী দম্পতি মনে হতো। কিন্তু চার বছরের দাম্পত্য জীবনে আচমকা ছন্দপতন।

বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন জো জোনাস ও ‘গেম অব থ্রোন্‌স’-এর তারকা অভিনেত্রী সোফি টার্নার। গত ৬ সেপ্টেম্বর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা।

এদিকে বিচ্ছেদের কয়েক দিনের মধ্যেই অন্য পুরুষে মজেছেন সোফি। তার সঙ্গে সমুদ্রে ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

জানা গেছে, বর্তমানে ‘জোন’ নামের একটি সিরিজে কাজে ব্যস্ত সোফি টার্নার। যার শুটিং হচ্ছে স্পেনে। সেখানেই সহ-অভিনেতা ফ্র্যাঙ্ক ডিলান সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায় সোফিকে। অনেকে দাবি করেছেন এটি শুটিংয়েরই অংশ।

অপরদিকে দুই ভাইকে নিয়ে আমেরিকার বিভিন্ন জায়গায় কনসার্টে বেরিয়েছেন ‘জোনাস ব্রাদার্স’। সম্প্রতি একটি শোতে গান গাইতে গাইতে কেঁদে ফেলেন জো। কারণ, সেই মুহূর্তে তিনি ‘হেজিটেট’ গানটি গাইছিলেন, যেটি লিখেছিলেন সোফির জন্যই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]