20052

05/01/2025 পোশাক নিয়ে মন্তব্য করায় বৃদ্ধের ওপর রেগে আগুন উরফি

পোশাক নিয়ে মন্তব্য করায় বৃদ্ধের ওপর রেগে আগুন উরফি

বিনোদন ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৩

উদ্ভট পোশাক পরিধান করে সর্বদা আলোচনায় থাকেন উরফি জাভেদ। এবার নতুন করে আবারও শিরোনামে এলেন তিনি। বিমানবন্দরে পোশাক নিয়ে উপদেশ দিতে গিয়েছিলেন এক বৃদ্ধ। আর তাতেই মেজাজ হারান তারকা।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ওই বৃদ্ধ উরফিকে বলেন, এই ধরনের পোশাকে তুমি দেশের সম্মানহানি করছ। এই কথা শুনেই মেজাজ হারান উরফি। বৃদ্ধকে চিৎকার করে বলতে থাকেন, এতে তোমার কী?

পরিস্থিতি বেগতিক দেখে উরফির সঙ্গে থাকা এক নারী তাকে টানতে টানতে দূরে নিয়ে যান। তখনো উরফির বিরক্তি কমেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। এ ঘটনায় বৃদ্ধের পক্ষে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকেই।

অবশ্য সমালোচনা নিয়ে কখনই মাথা ঘামাননি উরফি। নিজের আজব ফ্যাশন বজায় রেখেছেন তিনি। এখন আবার মাথার চুলের রং শকিং পিঙ্ক করে ফেলেছেন তিনি। সে যাই হোক, সবুজ রঙের পিঠখোলা পোশাক পরে বিমানবন্দরে গিয়েছিলেন উরফি যাচ্ছিল। তা দেখেই তাকে শুধরাতে বলেন ওই বৃদ্ধ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]