20099

05/04/2025 ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহত ১০০

ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩১

ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দেড় শতাধিক মানুষ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

আল-হামদানিয়ার একটি বিশাল ইভেন্ট হলে এই বিয়ের অনুষ্ঠান চলছিল। ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, দমকলকর্মীরা জীবিতদের খোঁজে পুড়ে যাওয়া ভবনের ওপর উঠছেন। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও মেডিকেল ক্রুদের পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]