20197

05/04/2025 ইসরায়েলে হামাসের হামলায় ইইউর নিন্দা

ইসরায়েলে হামাসের হামলায় ইইউর নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

৭ অক্টোবর ২০২৩ ১৬:৪৮

ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্লকের প্রধান বলেন, ইইউ ‘দ্ব্যর্থহীনভাবে’ ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার নিন্দা করে এবং অবিলম্বে সহিংসতা বন্ধ করার আহ্বান জানায়।

ইইউ প্রধান উরসুলা ফন ডার লেইন বলেছেন, তিনি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের ওপর হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা করেন। এটিকে সন্ত্রাসবাদের সবচেয়ে ঘৃণ্য পরিস্থিতি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ইসরায়েলের এই ধরনের জঘন্য হামলার বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার আছে।’

আরও পড়ুন : হামাসের হামলায় ২২ ইসরায়েলি নিহত

ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেন, এই ভয়াবহ সহিংসতা অবিলম্বে বন্ধ করা উচিত। সন্ত্রাস ও সহিংসতা কোনো কিছুর সমাধান হতে পারে না। ইইউ এই কঠিন মুহূর্তে ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলও শনিবার সকালে ইসরায়েল এবং এর জনগণের বিরুদ্ধে নির্বিচারে হামলা চালানোর নিন্দা করেছেন। হামলার কারণে নিরীহ নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমার চিন্তা ক্ষতিগ্রস্তদের নিয়ে। ইইউ এই ভয়াবহ মুহূর্তে ইসরায়েলি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]