20208

05/04/2025 ইসরায়েলে নিহত ৩০০, গাজায় প্রাণ হারিয়েছে ২৫০

ইসরায়েলে নিহত ৩০০, গাজায় প্রাণ হারিয়েছে ২৫০

আন্তর্জাতিক ডেস্ক

৮ অক্টোবর ২০২৩ ১০:৫৯

ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলায় নিহত বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। গত শনিবার সকালে ইসরায়েলের মুহুর্মুহু হামলা চালায় হামাস। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। অপরদিকে ইসরায়েলের হামলায় ২৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। দুই পক্ষেই আহত হয়েছেন শত শত মানুষ।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, বিপুলসংখ্যক সৈন্য জড়ো করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা।সীমান্তের অন্তত ২২টি পয়েন্ট দিয়ে দক্ষিণ ইসরায়েলে ঢুকে পড়েন হামাসের যোদ্ধারা। গাজা সীমান্ত থেকে ১৫ মাইল দূরের শহরেও পৌঁছে যান তারা। কিছু কিছু জায়গায় কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছেন হামাস সদস্যরা। ইসরায়েলি বাহিনীর সঙ্গে রাতেও তাদের লড়াই চলছিল।

আরও পড়ুন : ৫০ বছরে এমন দিন দেখেনি ইসরায়েল

অপরদিকে ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় নির্বিচারে বিমান চালাচ্ছে ইসরায়েল। শনিবার চালু হওয়া এই বিমান হামলায় এখন পর্যন্ত ২৩৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আরও ১ হাজার ৬০০ ফিলিস্তিনি বেসামরিক আহত হয়েছেন।

দুই পক্ষের ভয়াবহ হামলা পাল্টা হামলার বিষয়ে রোববার জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় বেলা ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

বড় সংঘাত এড়াতে মধ্যপ্রাচ্যে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস। তিনি বলেন, ‘শুধু আলোচনার মাধ্যমে সংঘাত এড়িয়ে শান্তি ফেরানো যেতে পারে।’

এদিকে হামাসের হামলার জবাবে যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু।

রাতভর নির্বিচারে চালানো বোমা হামলায় অন্ধকারে রাত কাটিয়েছে ফিলিস্তিনিরা। গাজায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে দেশটির ২২টি স্থানে বন্দুকযুদ্ধ চলছে হামাসের সঙ্গে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]