গাজীপুরের শ্রীপুরে আটকের পর পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ইসমাইল হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা অসুস্থ হয়ে পড়েছেন। সংজ্ঞাহীন অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ইসমাইল হোসেন তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি তেলিহাটি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
শুক্রবার (৩ নভেম্বর) রাতে আটকের পর বিএনপির ওই নেতা অসুস্থ হয়ে পড়েন বলে তার স্বজনরা জানিয়েছেন।
ইসমাইল হোসেনের ছেলে মহসিন মিয়া দাবি করে বলেন, তার বাবার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। আটকের কিছু সময় পরই তার বাবা অসুস্থ হয়ে পড়েন বলে তারা খবর পান। তিনি বলেন, ‘কী হয়েছে, বাবা সুস্থ হলেই বলা সম্ভব।’
তবে শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, ‘ইসমাইল হোসেনকে আটক করা হয়নি। পুলিশ দেখে দোকান ফেলে চলে যাওয়ার সময় তাকে ডেকে নাম-ঠিকানা জানতে চাইলে তিনি (ইসমাইল) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে মানবিক কারণে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’
ইসমাইল হোসেনের মেয়ের জামাতা মো. রুবেল জানান, তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া বাজারে তার শ্বশুরের সারের দোকান রয়েছে। তার শ্বশুর দোকানেই ছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে সেখান থেকে পুলিশ তাকে (শ্বশুর) আটক করেন বলে তারা জানতে পারেন। পরে তিনিসহ তার শ্যালক ঘটনা জানতে থানার সামনে যান। সেখানে যাওয়ার কয়েক মিনিট পর তার শ্বশুর অসুস্থ হয়ে পড়েছেন বলে পুলিশ তাদের জানান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার শ্বশুরকে সংজ্ঞাহীন অবস্থায় পান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুদেপ চক্রবর্তী বলেন, ‘আতঙ্ক-ভয় থেকে উচ্চ রক্তচাপ হতে পারে। ওষুধেও তা নিয়ন্ত্রণে আসেনি। পরে উন্নত চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’