21576

04/25/2025 বড়দিনে স্বামীকে নিয়ে কোথায় গেলেন পরিণীতি চোপড়া?

বড়দিনে স্বামীকে নিয়ে কোথায় গেলেন পরিণীতি চোপড়া?

বিনোদন ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৩ ১০:৩৯

বিয়ের তিন মাস পার করে ফেলেছেন রাঘব-পরিণীতি দম্পতি। অথচ এখনো মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি। নিজের ছবির কাজ নিয়ে ছিলেন ব্যস্ত। এবার বিয়ের পর প্রথম বড়দিন সাংসদ স্বামীকে নিয়ে কোথায় গেলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া? তাহলে কী বড়দিনে লম্বা ছুটিতে বেড়িয়ে পড়েছেন মধুচন্দ্রিমায়?

এদিকে লন্ডনের রাস্তায় স্বামীকে জড়িয়ে ছবি দিয়ে পরিণীতি লেখেন, ‘আমার সারাজীবনের সান্তা।’

মূলত লন্ডনের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে রাঘব-পরিণীতির। তাদের আলাপ পর্বের শুরুটাই হয় সেখানে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন রাঘব। তার পর উচ্চশিক্ষার জন্য যান ইংল্যান্ডে। লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে পাশ করে ফেরেন তিনি। তার পর রাজনীতিতে যোগ দেন। পরিণীতি নিজেও বিলেতে পড়াশোনা করেছেন। তিনি ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী।

বিদেশে পড়াশোনার সময় দুজনের বন্ধুত্বের সূত্রপাত। তাদের বন্ধুত্ব দীর্ঘ দিনের। সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। চলতি বছর গাঁটছড়া বাঁধেন তারা।

চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]