2159

04/24/2025 শনাক্ত ১ হাজার ১২৫, মৃত্যু ২৩

শনাক্ত ১ হাজার ১২৫, মৃত্যু ২৩

নিজস্ব প্রতিবেদক

৪ অক্টোবর ২০২০ ২২:২৯

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) এক হাজার ১২৫ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২৩ জন। গতকাল শনিবারের তুলনায় শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪১ শতাংশ।

এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জনে। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৮। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় যে ২৩ জন মারা গেছেন তার মধ্যে ১৭ জন পুরুষ, ছয়জন নারী। ২২ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, একজনের বাড়িতে।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের সপ্তম মাস চলছে। শুরুর দিকে সংক্রমণ ধীর থাকলেও মে মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। জুনে তা তীব্র আকার নেয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]