21773

04/25/2025 চট্টগ্রাম-৪: সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল

চট্টগ্রাম-৪: সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল

চট্টগ্রাম প্রতিনিধি

৩১ ডিসেম্বর ২০২৩ ১৩:০৩

নির্বাচনী হলফনামায় সরকারি চাকরির তথ্য গোপন করায় চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া তথ্য গোপন করে আদালতের সঙ্গে প্রতারণা করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ আদালতে সালাউদ্দিনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি মো. অজি উল্যাহ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]