21948

04/25/2025 বয়লার বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

বয়লার বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

ঠাকুরগাঁও প্রতিনিধি

৪ জানুয়ারী ২০২৪ ১০:৪০

ঠাকুরগাঁও সদর থানার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি চালকলে বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ।

তিনি বলেন, সকাল পল্লী বিদ্যুৎ এলাকায় একটি চালকলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিতহতদের নামপরিচয় জানাতে না পারলেও তারা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন ওসি। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে পুলিশ।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]