22050

04/25/2025 যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসার সদস্য আহত

যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসার সদস্য আহত

যশোর প্রতিনিধি

৭ জানুয়ারী ২০২৪ ১০:২৪

যশোরের শঙ্করপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা এক আনসার সদস্য আহত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ভোটকেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে।

আহত আনসার সদস্য হলেন এপিসি মারুফ হোসেন। স্থানীয়রা জানায়, রোববার সকালে ভোটগ্রহণ শুরুর আগে সকাল সাড়ে ৭টার দিকে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের দ্বিতীয় তলার রেলিং এর ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরিত ককটেল এর কিছু অংশ ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা এপিসি মারুফ হোসেন এর ডান পায়ে লেগে তিনি আহত হন। আহত ওই আনসার সদস্য কেন্দ্রের দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যগণ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন।

ঘটনার পর পর পুলিশের মোবাইল স্টাইকিং টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় বক্তব্যের জন্য যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাককে মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি।

শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুর রহিম সাংবাদিকদের বলেন, ভোটাকেন্দ্রের পার্শবর্তী থেকে দূর্বৃত্তরা এখানে একটা ককটেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন এক আনসার সদস্য। তিনি আহত হন। তার পায়ে রক্তপাত হয়। বর্তমানে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল ৮টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]