22203

04/26/2025 সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা

সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারী ২০২৪ ১৪:৪৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে দেখা যায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের।

শাহবাগ, দোয়েল চত্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে দেখা যায়, দলে দলে মিছিল নিয়ে আসছেন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনেকে জাতীয় পতাকা মাথায় বেঁধে আসছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথা দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন।

সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীরা জানান, দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশের তালিকায় এখন বাংলাদেশ। বিদেশি মুরব্বিদের হুমকিকে ভয় পান না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে।

এদিকে আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]