23040

04/24/2025 সিরাজগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, মা-মেয়ে নিহত

সিরাজগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, মা-মেয়ে নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের মাদলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- শাহজাদপুর উপজেলার খুকনী জুগীপাড়ার বাবলু মিস্ত্রির স্ত্রী শ্রীরানী মিতু বিশ্বাস ও শিশু কন্যা ইচ্ছা বিশ্বাস।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে পাবনা থেকে শাহজাদপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। এসময় মহাসড়কের মাদলা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে থাকা যাত্রী মিতু বিশ্বাস ও তার শিশু কন্যা ইচ্ছা বিশ্বাস নিহত হয়। এসময় চালকসহ আরও ৪ জন আহত হয়েছে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং নিহতদের মরদেহ মর্গে পাঠায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]