23371

04/25/2025 চট্টগ্রামে বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০১

চট্টগ্রামের পটিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই কৃষকের নাম জানতি নাথ দে (৬০)। তিনি কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শচীন্দ্র লাল দে’র ছেলে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কেলিশহর ইউনিয়নে রূপাস দে নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে ওই কৃষককে কুপিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেয়। পরে কৃষকের মরদেহ পানিতে ভেসে ওঠে। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ রাতে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]