23417

04/25/2025 শাহবাগ থানায় মুশতাক-তিশার জিডি

শাহবাগ থানায় মুশতাক-তিশার জিডি

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১৭

বইমেলার ঘটনা পর নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে শাহবাগ থানায় গিয়ে নিরাপত্তা চেয়ে জিডিটি করেন তারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, মুশতাক-তিশা দম্পতি বইমেলার ঘটনা নিয়ে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলায় বইয়ের প্রচারণা করতে গেলে আসা অনেকের ক্ষোভের মুখে পড়েন এ দম্পতি। ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দিতে তাদের মেলা প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। এ সময় আনসার সদস্যদের নিরাপত্তায় বইমেলা ছাড়তে দেখা যায় তাদের।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]