23736

04/25/2025 মারা গেছেন কিংবদন্তি প্রোটিয়া অলরাউন্ডার

মারা গেছেন কিংবদন্তি প্রোটিয়া অলরাউন্ডার

ক্রীড়া ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৬

মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার ও কোচ মাইক প্রক্টর। হৃদযন্ত্রে অস্ত্রোপচার পর বেশ কয়েকদিন মৃত্যুশয্যায় ছিলেন তিনি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই প্রোটিয়া কিংবিদন্তি অলরাউন্ডার। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছে আইসিসি।

এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার সংক্ষিপ্ত হলেও, টেস্টে গ্রেটদের একজন ধরা হয় মাইক প্রক্টরকে। ক্রিকেট থেকে দশ বছর দক্ষিণ আফ্রিকা নির্বাসনে থাকায় মূলত তার ক্যারিয়ার লম্বা হয়নি। বর্ণবাদের কারণে প্রোটিয়া দল ১৯৭০-৮০ সাল পর্যন্ত নির্বাসনে ছিল। এর আগে প্রক্টর মাত্র ৭টি টেস্ট ম্যাচ খেলেন, যার সবই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৫.০২ গড়ে তিনি ৪১ উইকেট শিকার করেছিলেন।

সর্বকালের সেরা পেস বোলিং অলরাউন্ডারদের একজন ধরা হয় প্রক্টরকে। খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট কোচ ও আইসিসি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ম্যাচ রেফারি হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কাজ করে গেছেন প্রক্টর।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]