24528

04/25/2025 রাফায় ইসরায়েলের বিমান হামলা, ১৩ ফিলিস্তিনি নিহত

রাফায় ইসরায়েলের বিমান হামলা, ১৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২৯ এপ্রিল ২০২৪ ১০:২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানায়, অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ৩টি বাড়িতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তবে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা বলছে, এ হামলায় নিহতের সংখ্যা আরও বেশি। আর হামাসের মিডিয়া আউটলেট জানিয়েছে, নিহতের সংখ্যা ১৫।

রাফায় এমন এক সময়ে এই হামলা চালানো হলো যখন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য হামাসের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে মিসর।

এ হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৭৭ হাজারের বেশি মানুষ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]