24716

04/25/2025 টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

৫ মে ২০২৪ ১৮:১৭

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার দল শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। অপরিবর্তিত দল নিয়ে খেলছে স্বাগতিকরা।

জিম্বাবুয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচের একাদশে তিন পরিবর্তন এনেছে। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেলের এই ম্যাচে অভিষেক হয়েছে। একাদশে ঢুকেছেন উইকেটরক্ষক ও ওপেনার জয়লর্ড গাম্বি। এছাড়া আনিসলি এন্ডলভ একাদশে সুযোগ পেয়েছেন।

জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন, চট্টগ্রামের ভালো ব্যাটিং উইকেটে বড় সংগ্রহ তুলতে চান তারা। উইকেট দেখে তার ভালো মনে হয়েছে বলেও উল্লেখ করেন। বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত প্রথম ম্যাচের চেয়েও ভালো বোলিং প্রত্যাশা করেছেন।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ের একাদশ: জয়লর্ড গাম্বি, ক্রেগ আরভিন, তাদিওনাসে মুরামানি, জোনাথন ক্যাম্পবেল, ব্রায়ান ব্যানেট, সিকান্দার রাজা, ক্লিভ মাদান্দে, লুক জনজি, ব্লেজিং মুজুরাবানি, রিচার্ড এনগ্রাভা, আনিসলে এন্ডলভ।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]