24763

05/07/2025 ৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়কের একটি লেন

৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়কের একটি লেন

নিজস্ব প্রতিবেদক

৭ মে ২০২৪ ১১:৪৭

রাজধানীর কমলাপুরে মেট্রোরেল স্টেশন নির্মাণ কাজের সুবিধার্থে কমলাপুর-টিটিপাড়া-কমলাপুর সড়কের দুটি লেনের মধ্যে একটি লেন গতকাল সোমবার থেকে ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (৬ মে) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, যে লেনটি চলমান থাকবে সেটা দিয়ে শুধু টিটি পাড়া থেকে কমলাপুর যাওয়া যাবে। কমলাপুর থেকে টিটি পাড়াগামী যানবাহনগুলোকে বাইপাস সড়ক ব্যবহার করতে হবে। স্টেশনের প্রথমতলার নির্মাণ কাজের সময় এই লেনটি দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হবে। তাই একটি লেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমতলার নির্মাণ কাজ শেষ করতে প্রায় ছয় মাস সময় লাগবে।

এর আগে সড়কে ঝুলানো একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেট্রোরেল নির্মাণ কাজের জন্য আগামী ৬ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত কমলাপুর থেকে টিটিপাড়া যাওয়ার রাস্তা বন্ধ থাকবে। অনুগ্রহ করে বিকল্প রাস্তা ব্যবহার করুন।’

ডিএমটিসিএল বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ সম্প্রসারণ করছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]